মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ও কলম দিয়ে শুভেচ্ছা পুলিশ সুপারের
আজ থেকে শুরু হলো ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকেই রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ভেনুগুলিতে ভিড় জমিয়েছেন অভিভাবক অভিভাবিকা থেকে ছাত্র-ছাত্রীরা। এদিন দেখা গেল জলপাইগুড়ির জেলায় পরীক্ষার ভেনুতে ছাত্র-ছাত্রীদের গোলাপ ফুল দিয়ে পরীক্ষার শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার।
জানা যাচ্ছে এ বছর কড়া বিধি নিষেদের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা অধীর আগ্রহ নিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেকটি ভেন্যুতে হাজির হয়েছে জলপাইগুড়িতেও দেখা গেল না এর ব্যতিক্রমে।
এদিন সকালে ছাত্র-ছাত্রীরা যখন ভেনুতে এসে উপস্থিত হলেন তখন ছাত্র-ছাত্রীদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন পুলিশ সুপার পাশাপাশি জীবনের সবথেকে বড় পরীক্ষায় নির্ভয়ে এবং নিশ্চিন্তে দেওয়ার জন্য সাহস জোগালেন। শুভেচ্ছাও জ্ঞাপন করলেন পুলিশ সুপার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊