নিয়ে যাওয়া যাবে না জ্যামিতি বাক্সও, কড়া বিধি নিষেধ শিক্ষকদের জন্যও
আজ থেকে কড়া নিরাপত্তায় আরম্ভ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। গত বছরের থেকে আরও বেশি নিরাপত্তার ঘেরাটোপে হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্র জীবনের প্রথম এই বড় পরীক্ষা নিয়ে বেশ উদ্দীপনা থাকে পরীক্ষার্থী ও অভিভাবক অভিভাবকদের মধ্যে। সাধারণত মনে করা হয় এই পরীক্ষার মধ্য দিয়েই ছাত্র জীবনের সবথেকে বড় প্রতিযোগিতা শুরু। বিভিন্ন বিধি নিষেধ রয়েছে এবছর।
পরীক্ষাকেন্দ্রে প্রথমদিন ৯:৪৫ প্রবেশ করা যাবে। পরের দিনগুলোতে ১০টায়। মোবাইল বা যেকোনো রকম ইলেকট্রনিক্স নিয়ে প্রবেশ নিষেধ। এমনকি ঘড়ির ব্যবহার পর্যন্ত নিষিদ্ধ। পাশাপাশি মোবাইল নিয়ে কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে তাঁর এবছরের পরীক্ষা পুরোপুরি বাতিল হবে এমনটাই সূত্রের খবর। এমনকি জ্যামিতি বাক্স নিয়েও প্রবেশ নিষেধ রয়েছে এবছর। তবে ছাত্রছাত্রীরা জ্যামিতি বা অঙ্কন সংক্রান্ত উত্তরের জন্য যেকোনো ট্রান্সপারেন্ট জাতীয় বস্তুতে জ্যামিতির সরঞ্জাম নিয়ে যেতে পারবে এমনটাই সূত্রের দাবি।
ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের জন্যও একাধিক কড়া বিধিনিষেধ রয়েছে। এবছর মোবাইল নিয়ে বেশি সতর্ক পর্ষদ। শিক্ষকদের মোবাইলের জন্য থাকছে লকবক্স। সেখানে নির্দিষ্ট সময়ে মোবাইল জমা দিতে হবে শিক্ষকদের এবং নির্ধারিত সময়ের পর সেই মোবাইল ফেরৎ দেওয়া হবে। এমনকি পরীক্ষা পরিদর্শকরা পরিদর্শনের সময় সেই লকবক্স চেক করবে এমনটাই সূত্রের খবর।
গত বছরের মতো এবছরেও পরীক্ষায় থাকছে কিউআর কোড। এবছর থাকবে সিরিয়াল নম্বর বা বুকলেট নম্বর। সে নিয়েও নির্দেশিকা রয়েছে। কোনো রকম ভাবেই যেন প্রশ্নপত্র ফাঁস না হয় সেদিকে যেমন নজর রাখছে পর্ষদ তেমনিই কোনো অসাধু উপায় যেন ছাত্রছাত্রী অবলম্বন করতে না পারে সে বিষয়েও সতর্ক পর্ষদ। সব মিলিয়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপে হতে চলেছে ২০২৫-র মাধ্যমিক।
গোটা রাজ্যে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তাদের মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে সকাল ১০টা ৪৫-এ। পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊