SIO Help Desk: মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের (SIO)
আজ থেকে শুরু হলো ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা সকাল থেকেই দিনহাটা মহাকুমার বিভিন্ন ভেনুগুলিতে ভিড় জমিয়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা। জীবনের প্রথম এই বড় পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা ছাত্র-ছাত্রীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে মহাকুমার বেশ কয়েকটি ভেন্যুর সামনে দেখা গেল স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের হেল্প ডেস্ক। পরীক্ষার্থীদের যে রকম সমস্যা সমাধানে এই হেল্প ডেস্ক বসেছে। এদিন ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের সামনেও দেখা গেল হেল্প ডেস্ক।
এস আই ও -এর কোচবিহার জেলা মিডিয়া সেলের সেক্রেটারি রহিম বাদশা জানান, সারা ভারতবর্ষ জুড়ে ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশন রয়েছে। তারই জেলা ভিত্তিক শাখা আমরা। ছাত্রছাত্রীরা জীবনের প্রথম বড় পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে তাঁদের সাহস জোগাতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই এই হেল্প ডেস্ক। যারা কোনো কারণে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পেন, ট্রান্সপারেন্ট বোর্ড, কলম, পেন্সিল, পানীয় জল, স্কেল সহ অন্যান্য সামগ্রী আনতে ভুলে গেছে বা ফেলে এসেছে তাঁদের আমরা এখান থেকে সেই সামগ্রী দিয়ে সহযোগিতা করছি। পাশাপাশি যদি কোনো নথি বাড়িতে ফেলে আসে তবে নিয়ে আসার ব্যবস্থা আমরা করবো। তিনি আরোও জানান, ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়, নয়ারহাট উচ্চ বিদ্যালয় ও পুটিমারি উচ্চ বিদ্যালয়ে এই হেল্প ডেস্ক বসেছে।
জামাতি ইসলামি হিন্দের সদস্য ও এসআইও-র প্রাক্তন জেলা সভাপতি সেকেন্দার আলী জানান, প্রতি বছরের ন্যায় এবছরেও বিভিন্ন স্কুলে হেল্প ডেস্ক করা হয়েছে ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য। এতে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে এতেই আমরা খুশি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊