ম্যাচ গড়াপেটার অভিযোগ, মহিলা ক্রিকেটারকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করলো ICC

Shohely akhter




ম্যাচ গড়াপেটার অভিযোগে বাংলাদেশের মহিলা ক্রিকেটারকে নিষিদ্ধ করলো আইসিসি। পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ৩৬ বছর বয়সী সোহেলিকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কয়েকদিন আগে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। এবার সেদেশের মহিলা ক্রিকেটারকে একি অভিযোগে নিষিদ্ধ করা হলো।



২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অফ স্পিনার সোহেলির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করেছিল আইসিসি। তদন্তকারীদের কাছে নিজের অপরাধ স্বীকার করে নেন তিনি। জানা যাচ্ছে ২০২৩-র বিশ্বকাপ চলাকালীন একটি টেলিভিশন চ্যানেল দুই ক্রিকেটারের টেলিফোনের কথপোকথন সম্প্রচার করেছিল। লতা মন্ডল নামে বাংলাদেশের আর এক ক্রিকেটার সোহেলিকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। আইসিসির দুর্নীতি বিরোধী পাঁচটি ধারা ভঙ্গ করেছেন সোহেলি।



গড়াপেটার প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানো, তদন্তের কাজ শ্লথ করানোর চেষ্টা এবং প্রমাণ নষ্টের অভিযোগও মেনে নেন সোহেলি। ১০ই ফেব্রুয়ারি থেকে তাঁর শাস্তির মেয়াদ শুরু হয়েছে বলে খবর। আগামী পাঁচ বছর কোনও ধরনের ক্রিকেটের সঙ্গে কোনও ভাবে যুক্ত থাকতে পারবেন না তিনি। ২০১৩-তে অভিষেক হওয়া এই মহিলা ক্রিকেটার দেশের হয়ে দু’টি এক দিনের ম্যাচ এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহেলি।