Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষায় ১১ দফা গাইডলাইন মধ্যশিক্ষা পর্ষদের

Madhyamik 2025: মাধ্যমিক পরীক্ষায় ১১ দফা গাইডলাইন মধ্যশিক্ষা পর্ষদের

Madhyamik 2025



কলকাতা: ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৫। আর তার ১ মাস আগেই মাধ্যমিকের পরীক্ষা নিয়ে ১১ দফা নির্দেশিকা স্কুলে স্কুলে পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ । মূলত এই ১১ দফা নির্দেশিকা শিক্ষক-শিক্ষিকাদের জন্য।


এই নির্দেশিকায় একগুচ্ছ নিয়ম বেঁধে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে। কী কী নিয়ম? চলুন জেনে নেওয়া যাক একনজরে।


১) পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের চেকিং করতে হবে।

২) পরীক্ষা নজরদারির দায়িত্ব দেওয়া হলে তা পালন করতে হবে।

৩) প্রয়োজনে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে হবে শিক্ষকদের।

৪) উত্তরপত্র সঠিকভাবে প্যাকেটিং হচ্ছে কিনা তার জন্য নজর দিতে হবে।

৫) পরীক্ষার প্রস্তুতির জন্য যে বৈঠকগুলি হয় সেই বৈঠকগুলিতেও যোগ দিতে হবে শিক্ষকদের।

৬) পরীক্ষার দিনগুলিতে অন্য কোনও কাজ নেওয়া যাবে না।
৭) প্রধান পরীক্ষক বা পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতে হবে।



এছাড়া আরও কয়েকটি নিয়ম মেনে চলতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “অনেক ক্ষেত্রে পরীক্ষার দায়িত্ব পালন বলতে কী বোঝায় তা নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে। তাই যাতে কোন বিভ্রান্তি না থাকে তার জন্য এই ১১ দফা গাইডলাইন দেওয়া হল।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code