হাইকোর্টে শেষ আরজি কর মামলার শুনানি, রায়দান স্থগিত 


Highcourt
হাইকোর্টে শেষ হল আরজি কর মামলার শুনানি। রায়দান স্থগিত রাখলো আদালত। এদিন কলকাতা হাইকোর্টে ওঠে আরজি কর মামলা। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য। পরে একি মামলা করে সিবিআইও। সেই মামলার শুনানি ছিল আজ হাইকোর্টে।

এদিন আদালতে ১৯৭৬,২০০৩ এবং ২০১০ সালের সুপ্রিম কোর্টের তিনটি নির্দেশনামা দেখিয়ে সওয়াল করে রাজ্য। রাজ্যও শাস্তি বাড়ানোর পক্ষে সওয়াল করতে পারে এমনটাই জানায় আদালত। প্যারোল বা শাস্তির মেয়াদ কমানোর বিষয়ে বিবেচনা রাজ্যকেই করতে হবে'। ফলে এই মামলা করার অধিকার রাজ্যের আছে, সওয়াল রাজ্যের।

সিবিআই এর তরফ বলা হয়েছে যে, যেহেতু এক্ষেত্রে তদন্তকারী এজেন্সি বা তদন্তকারী সংস্থা সিবিআই , তাঁরা কলকাতা হাইকোর্টের নির্দেশের কারণে এই মামলা নিজেদের হাতে নেয়। একেবারে তদন্ত থেকে শুরু করে, নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া পুরোটাই সিবিআই এর তরফ থেকে সংগঠিত করা হয়েছিল। সেই মামলার কেস ডাইরিতে থেকে শুরু করে আর যা যা রেকর্ড আছে, প্রত্যেকটাই কিন্তু সিবিআই এর হাতে রয়েছে। সিবিআই এই মামলার উপযুক্ত সংস্থা।