বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করলো আমেরিকা, চাপে ইউনুস সরকার! 

Trump and yunus


প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পর মার্কিন মূল্যবোধকে মান্যতা দেয় না সেসব দেশে সাহায্য করবে না হোয়াইট হাউস এমনটাই জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-বাংলাদেশ সম্পর্কে চাপান উতোর এর মাঝেই বাংলাদেশকে সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করল ট্রাম্প সরকার (Donald Trump)। ফলে আরও বিপাকে ইউনূস সরকার।

বাংলাদেশে পরিবেশ, শিক্ষা, কৃষকদের জন্য রোজগারে বিপুল অর্থসাহায্য করে আমেরিকা। বাংলাদেশের স্বাস্থ্য খাতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা পাশাপাশি রোহিঙ্গাদের রাখতেও সাহায্য করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সব ক্ষেত্রে সাহায্যের হাত তুলে নিয়েছে এমনটাই খবর।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই ইউক্রেন (Ukraine) ছাড়াও অনেক দেশে আর্থিক সাহায্য় বন্ধ করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছিলেন , আগামী ৯০ দিন কোনও দেশকে আর্থিক সাহায্য় দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই বেশ কিছু বড় সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প।