RG Kar -কাণ্ডের দোষীর ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষন ও খুন কাণ্ডে গত শনিবার রায় ঘোষনা করে সিভিক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর সোমবার শাস্তি ঘোষণা করে শিয়ালদহ আদালত। সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। বিচারক জানান, এই ঘটনাকে বিরলের মধ্য়ে বিরলতম বলে মনে করছেন না তিনি।
রায় ঘোষনার পর অসন্তুষ্ট প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি জানান আরজিকর কাণ্ডের দোষীর সাজা ফাঁসি চেয়ে হাইকোর্টে যাবে রাজ্য সরকার। আর তার ২৪ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, আর জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে আদালত বিরলের মধ্যে বিরলতম বলল না। এটা দেখে আমি স্তম্ভিত। আমি নিশ্চিত যে এটি সত্যিই একটি বিরলতম ঘটনা, যার জন্য় মৃত্যুদণ্ড হওয়া উচিত। কী ভাবে বিচার শেষে একে 'বিরলের মধ্যে বিরলতম' বলে মনে করা হল না ? আমরা এই জঘন্য ও সংবেদনশীল ঘটনার মামলায় মৃত্যুদণ্ড চাই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই এই মর্মে ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি দেবাংশু বসাক এই মামলা দায়ের করার অনুমতি দেন। মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে, তারপরেই এই মামলার বিচারপর্ব কলকাতা হাইকোর্টে শুরু হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊