মায়াবী লুকে মুগ্ধ করলেন মধুমিতা

Madhumita Sarkar


টলিপাড়ার মিষ্টি নায়িকা মধুমিতা সরকার। যেকোনো পোশাকেই তাঁকে দারুন লাগে। শর্ট ড্রেস হোক কিংবা শাড়ি সবেতেই মানায় মধুমিতাকে। এবার নতুন ফটোশুটেও আগুন ধরালেন নেটপাড়ায়। চোখেমুখে যেন মাদকতা! যা দেখে শোরগোল নেট দুনিয়ায়।
Madhumita Sarkar


লাল শাড়িতে লাস্যময়ী রূপে মধুমিতার লুকে কুপোকাত নেট দুনিয়া। কখনও চুল হাতাতে হাতাতে দিয়েছেন ছবির পোজ। আবার কখনও বা তীক্ষ্ণ দৃষ্টিতে দুষ্টু ইশারায় ঘায়েল করলেন মধুমিতা।
Madhumita Sarkar


‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক দিয়ে তুমুল জনপ্রিয়তা পায় মধুমিতা। পর্দার পাখি আদতেই আগুন পাখি। তাঁর নানারুপ লাস্যময়ী লুক যুবা হৃদয়ে ঝড় তোলে।
Madhumita Sarkar


অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি কিন্তু ২০১৯-এ সেই সম্পর্কে বিচ্ছেদ হয়।
Madhumita Sarkar


তবে এবার মনের মানুষ খুঁজে পেয়েছেন টলিপাড়ার অভিনেত্রী। তাঁর সঙ্গেই শেয়ার করেন রোম্যান্টিক ছবি।
Madhumita Sarkar



Madhumita Sarcar is an Indian actress. Madhumita Sarcar began her acting career from Bengali television and then moved on to the big screen. She was worked in projects like ‘Cheeni’, ‘Tangra Blues’, ‘Dilkhush’, ‘Kuler Achar’.