দিনহাটায় বাম কর্মীদের আটক করলো পুলিশ, মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বামেদের
রাহুল দেব বর্মন , দিনহাটা:
বামফ্রন্টের বন্ধ সমর্থনে মিছিলে পুলিশি গ্রেপ্তার। দিনহাটায় বাম কর্মীদের আটক, মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।
বামফ্রন্টের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা বনধের সমর্থনে দিনহাটা শহরে মিছিল করতে গিয়ে বাম কর্মীরা পুলিশের হাতে গ্রেপ্তার হন। বুধবার সকাল ৯:৩০টার দিকে বন্ধের সমর্থনে মিছিল শুরু করলেই দিনহাটা থানার সামনে পুলিশ তাদের উপর চড়াও হয় এবং একাধিক কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মিছিলটি দিনহাটা থানার দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ বাম কর্মীদের বাধা দেয় এবং চ্যাংদোলা করে গ্রেপ্তার করে।
স্থানীয় বাম নেতা শুভ্রালোক দাস অভিযোগ করেন, মিছিল শুরু হওয়ার মুহূর্তেই দিনহাটার হেমন্ত কর্নার সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বাম কর্মীদের উপর হামলা চালায়। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ধর্মঘটে সমর্থনে দিনহাটা শহরে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী গন সংগঠনসমূহ এর মিছিল বেরোলে প্রথমে বাঁধা দেওয়া হয় তৃনমূলী দুষ্কৃতিদের পক্ষ থেকে, ব্যাপক ধাক্কা ধাক্কি হয়, সেই বাঁধা অতিক্রম করে মিছিল এগিয়ে গেলে পুলিশ মিছিল আটকে ধর্মঘটের সমর্থকদের আটক করে। মোট ১১ জন কে আটক করে দিনহাটা থানায় নিয়ে যায় পুলিশ এমনটাই খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊