কবে দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? জানিয়ে দিল পর্ষদ

Madhyamik Admit Card 2025


১০ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা আর তার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। কবে? তাই ঘোষনা করলো মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের তরফ থেকে বিভিন্ন জেলায় যে ক্যাম্প অফিস করা হয়েছে, সেখান থেকে এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুলগুলিকে।



পাশাপাশি পর্ষদের তরফে জানানো হয়েছে যদি কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ভুল থেকে তবে তা ৬ই ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে। তবে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করা যাবে না। অ্যাডমিট কার্ডের যেকোনো ভুল সংশোধনের জন্য সরাসরি পর্ষদের দফতরে গিয়ে লিখিত আবেদন জমা করতে হবে।



পাশাপাশি এদিন বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য বড় ঘোষনা দেয় পর্ষদ। এবার প্রথমবার বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য আলাদা রুল টানা উত্তরপত্র দেওয়া হবে। বিশেষ ভাবে সক্ষমদের অনেক সময় খাতায় লেখার সময় লাইন বাঁকা হয়ে ফলে সমস্যা হয়। সেই সমস্যা দূর করার জন্য এবার রুল টানা খাতা দেবে পর্ষদ।