আবার শিরোনামে দিনহাটার ভেটাগুড়ি! জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য
দিনহাটা:
আবার শিরোনামে দিনহাটার ভেটাগুড়ি। একসাথে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের ভেটাগুড়ির বালাডাঙ্গা এলাকায়।
আইছার মিয়া(৫৮) ও হাসানুর রহমান (৩৫) দুজনকেই রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
পুলিশের প্রাথমিক অনুমান দুজনকেই ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুর করেছে দিনহাটা থানার পুলিশ।
মৃত ব্যক্তি আইছার মিয়াঁর বাড়ি বড় আটিয়াবাড়ি প্রথম খন্ড পশ্চিম ও হাসানুরের বাড়ি ভেটাগুড়ির কান্তির গড় এলাকায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊