নবম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমিক রেজিস্ট্রেশন নিয়ে বড় আপডেট


WB School News

নবম শ্রেণিতে ওঠার পর প্রত্যেক পড়ুয়াকে মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হয় তা নিয়ে বড় আপডেট দিল পর্ষদ। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছিল ৩১/৮/২০২৪ তারিখে। তার পর পড়ুয়াদের আরও দু’দফায় অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়ার পরেও যদি কোনো পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়নি তবে তাঁর জন্য ফের একবার সুযোগ করে দিল পর্ষদ। 


জানা গেছে, এর আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ৯,৩২৬টি স্কুল তাদের পড়ুয়াদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এখনও পর্যন্ত যারা এই তিন দফায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি সেই স্কুলগুলি ১৬ জানুয়ারি সকাল ১১টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। 



বার আর বিনামূল্যে এই রেজিস্ট্রেশন করা হবে না। যারা এই রেজিস্ট্রেশন করাবে, তাদের লেট ফাইন দিতে হবে। লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে হবে। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।