HMPV In India : HMPV ভাইরাসের হানা ভারতে! আক্রান্ত ৩

COVID Protector Mask

এইচএমপিভির খোঁজ মিললো ভারতে‌। সম্প্রতি চিনে এই নয়া ভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে খবর মিলেছিল এবার সেই ভাইরাস ভারতেও।‌ কর্ণাটকের বেঙ্গাুরুতে ১ জন শিশুর শরীরে এইচএমপিভির খোঁজ মিলেছিল। এরপর আরো একটি শিশুর শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছে বলে খবর। এদিকে গুজরাটের আমেদাবাদেও একজনের শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছে। সব মিলিয়ে ইতিমধ্যে তিনজন এই ভাইরাসে আক্রান্ত ভারতে এমনটাই খবর।



চিনে বাড়াবাড়ি ঘটানো ভাইরাস হানা দিয়েছে দুই শিশুর একজনের বয়স একটি তিন মাস। আরেকজনে আট মাস। উভয়ই বেঙ্গালুরুর ব্যাপ্টিস্ট হাসপাতালে ভর্তি। গুজরাতে আট মাসের শিশু আক্রান্ত এমনটাই খবর। আক্রান্তদের উপর নজর রাখছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) । তাদের উপসর্গ দেখেই পরীক্ষা করা হয়। যদিও কোনো শিশুরই আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস নেই। উভয়েরই ব্রঙ্কোপনিউমোনিয়ার হওয়ার ইতিহাস ছিল। আক্রান্ত শিশু-কন্যাকে ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আরেকটি শিশু ভাল হয়ে উঠছে বলে জানা গিয়েছে।



২০০১-এ এই ভাইরাস প্রথম শনাক্ত হয়। করোনার মতো ভয়াল প্রাণঘাতী না হলে দ্রুত ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে তার উপসর্গও সাধারণ জ্বর, সর্দিকাশি, নাক থেকে জল পড়া, শ্বাসকষ্ট ইত্যাদি। এই অবস্থায় Human metapneumo ভাইরাস নিয়ে এখনই উদ্বেগের কিছু না থাকলেও, সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা।