উদয়নের অভিযোগের পর দিনহাটার ঘটনায় কড়া মন্তব্য মুখ্যমন্ত্রীর
সম্প্রতি দিল্লী পুলিশ দিনহাটায় এসে পরিযায়ী শ্রমিকের বাড়িতে হানা দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দিনহাটা জুড়ে। এই পরিস্থিতিতে আজ নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক হয়। আর সেই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন বৈঠকে এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করেন তিনি। তারপরেই পুলিশ ও জেলা শাসককে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, গত কয়েকদিন দিল্লী পুলিশ সীমান্তবর্তী এলাকায় যে সকল শ্রমিক দিল্লীতে কাজ করে তাঁদের ঠিকানা ভেরিফিকেশনের নামে হেনস্থা করছে। শুনিনি লোকাল পুলিশ সঙ্গে থাকছে। এরপর একটা পার্টির লোক এসে পাশে না থাকলে সমস্যা হবে বলে বাসিন্দাদের জানাচ্ছে।" এরপরেই কোচবিহার জেলার জেলা শাসককে এবিষয়ে জানতে চাইলে তিনি জানান ভেরিফিকেশনে জন্য এসেছে। এরপরেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন ওরা কে ভেরিফিকেশন করার? আমাদের রাজ্যের মানুষের ভেরিফিকেশন আমরা করবো। ওঁরা কে? পুলিশ কেন অনুমতি দিল তাঁদের? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আমাদের কোনো তথ্য পাঠায়নি।
এরপরেই এসপির খোঁজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় আইন বোঝান। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বাইরের কোনো পুলিশ আসলে লোকাল থানার লোক থাকার কথা। চোর-ডাকাত ধরতে আসলেও লোকাল থানাকে ইনফর্ম করে তারপর পদক্ষেপ। এটাই নিয়ম। মুখ্যমন্ত্রী আরো বলেন, "তোমরা বিএসেফকে খিচুরি খাওয়াচ্ছো আর দিল্লী পুলিশকে বিরিয়ানী। আর রাজ্যকে রসাতলে পাঠাচ্ছো এটা হবে না"। সব জেলাকেই এবিষয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজীব কুমারকে বিষয়টি দেখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসপি, ডিআইবি ও আইবির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পরবর্তীতে এরকম কিছু ঘটলে উদয়ন গুহকে জেলাশাসক ও ডিজিকে ইনফর্ম করে সরাসরি জানানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, দিল্লীতে পরিযায়ী শ্রমিকরা আদৌ ভারতীয় নাকি বাংলাদেশী? পরিচয় জানতে ছোট গারালঝোড়ায় দিল্লী পুলিশের বিশেষ টিম আসে মঙ্গলবার এমনটাই জানা গিয়েছিল ছোট গারালঝোড়া এলাকার বেশকিছু বাসিন্দাদের কাছে থেকে। দীর্ঘ কয়েক বছর ধরে দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ছোট গারালঝোড়া এলাকার বহু বাসিন্দা। সেই বাসিন্দারা আদৌ ভারতীয়! নাকি বাংলাদেশী,পরিচয় জানতে দিনহাটার ছোট গারালঝোড়ার দিল্লীর সেইসব পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি এসে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দিল্লি পুলিশের বিশেষ টিম। জানা গেছে দিল্লীর বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করা লোকেদের পরিচয়পত্র নিয়ে এসে নির্দিষ্ট গ্রামের বাসিন্দা কিনা! স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে লিখিত নেওয়া হয় বলেও খবর৷ দিল্লী পুলিশের বিশেষ টিমের দুই সদস্য দিনহাটার নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ছোট গারলঝোড়া, দিঘলটারি, মধ্য দিঘলটারি সহ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে। এই ঘটনায় দিল্লিতে থাকা দিনহাটার এইসব সীমান্ত গ্রামের পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊