India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা উদ্ধার
ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) পেরিয়ে বাংলাদেশে পাচারের আগে বিপুল পরিমাণ মার্কিন ডলার ও বাংলাদেশি টাকা উদ্ধার করল বিএসএফ। এই ঘটনায় সীমান্ত (India-Bangladesh Border) এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মার্কিন ডলারের পরিমাণ এক লক্ষ তিন হাজার আটশো USD(যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ লক্ষ টাকা)। পাশাপাশি এক লক্ষ বাংলাদেশি টাকাও বাজেয়াপ্ত করা হয়।
বিএসএফ এর গৌহাটি ফ্রন্টিয়ারের ১৩৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের তৎপরতায় কোচবিহার জেলার ঝিকরি সীমান্তে (India-Bangladesh Border) এই বিপুল বিদেশী মুদ্রা বাজেয়াপ্ত করা হয়। বুধবার ভোরে ঘন কুয়াশার আড়ালে ভারত থেকে বাংলাদেশে নোটগুলি পাচারের চেষ্টা চলছিল। দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিওপিতে ঘটনাটি ঘটে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিএসএফ আধিকারিকের মতে, একটি ব্যাগে ভরে এই বিদেশি নোটগুলি পাচারের পরিকল্পনা ছিল।
উল্লেখ্য সীমান্ত (India-Bangladesh Border) এলাকায় দীর্ঘদিন ধরে গোরু, গাঁজা, কাফ সিরাপের মতো অবৈধ সামগ্রীর পাচার হলেও এত বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার এই প্রথম। গোয়েন্দাদের ধারণা, এই ঘটনায় আন্তর্জাতিক স্তরের একটি বড় পাচারচক্র জড়িত।
বাংলাদেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই মার্কিন ডলার পাচারের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে? কূটনৈতিক বিশেষজ্ঞরা সীমান্তে (India-Bangladesh Border) নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। ঘটনাটি নিয়ে বিএসএফ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। সীমান্তে (India-Bangladesh Border) এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে প্রশাসন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊