টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির বর্ষসেরা অর্শদীপ
টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হলেন অর্শদীপ সিং। সারা বছর ধারাবাহিক ভাবে খেলার পুরষ্কার পেলেন তিনি। ২০২৪ সালে ১৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অর্শদীপ। ১৩.৫০ গড়ে নিয়েছেন ৩৬টি উইকেট। ২০২৪ সালে ২০ ওভারের ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্সএর পুরষ্কার দিল আইসিসি।
২০ ওভারের ক্রিকেটে সাধারণত ব্যাটারেরাই দাপট দেখান কিন্তু সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে ব্যাটারদের সামনে দাপট দেখিয়েছেন এই বাঁহাতি ভারতীয় বোলার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেন তিনি। আটটি ম্যাচে নেন ১৭টি উইকেট। আমেরিকার বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন মাত্র ৯ রান খরচ করে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকের সামনে একমাত্র ভারতীয় হিসেবে দাঁড়িয়ে অর্শদীপ। অর্শদীপই এখন ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊