প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দিনহাটায় অনুষ্ঠিত হলো 'সেভ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি
দিনহাটা - প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দিনহাটায় অনুষ্ঠিত হলো 'সেভ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি। শনিবার দিনহাটা থানার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এদিন দিনহাটা থানার সামন থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি রেলি বের হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশের এসডিপিও ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে পুলিশ আধিকারিক ধিমান মিত্র বলেন, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে মানুষকে আরো বেশি বেশি সচেতন করে তুলতে দিনহাটা পুলিশের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সারাদেশে দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় অসতর্কতা জনিতভাবে গাড়ি চালানোর ফলেই। কাজেই মানুষকে এই পথ চলাচল সম্পর্কে আরো বেশি বেশি করে সচেতন হতে হবে।
এদিন দিনহাটা থানার সমন থেকে একটি রেলি বের হয়। র্যালিতে অংশ নেয় দিনহাটা থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স ছাড়াও দিনহাটা শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।
পাঁচমাথা মোড় এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ সংক্রান্ত এক পথনাটিকা পরিবেশিত হয়। পুলিশের তরফ থেকে অনুষ্ঠিত এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে মানুষের মধ্যে বেশ উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊