Chi Chi Chi Re Noni Chi: ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ…২০ বছর পর কীভাবে ভাইরাল এই গান ! গড়লো রেকর্ড
Chi Chi Chi Re Noni Chi: সম্প্রতি ভাইরাল হয়েছে ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ শিরোনামের একটি গান। ইউটিউব, টিকটক, ফেসবুক রিলস সবখানেই ভাইরাল গানটি। ভারতের বাইরে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান থেকেও লাখো মানুষ গানটি খুঁজে খুঁজে শুনছেন। অর্থ না জানলেও শ্রোতারা মজেছেন এর সুরে। অথচ গানটির উৎপত্তি কোথা থেকে সেটিও অনেকেরই অজানা।
‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ/ ধনকে চিনলি তুই ননী সিনা/ মনকে চিনলি নাই/ সুনাকে চিনলি, মনাকে চিনলি/ মানুষ চিনলি নাই/ ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’। গানের এই লাইনগুলোই এখন মুখে মুখে সবার। কিন্তু গানের কথাগুলো মোটেও বোধগম্য হচ্ছে না অনেকেরই।
গানটির বাংলা অর্থ দাঁড়ায় - ‘সত্যিই লজ্জার, ননী/ তুমি শুধুই সম্পত্তি দেখলে, কিন্তু আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারলে না/ তুমি সোনা ও দামি গয়না চিনতে পেরেছ। কিন্তু, প্রকৃত মানুষ চিনতে পারোনি/ আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এ ভাবে ছেড়ে দিয়েছ/ যার টাকা পয়সা আছে তার মন নাই/ আমার মনকে দেখলি না ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ।
আসলে এই গানের শুরু সম্বলপুর থেকে। এখন তা ছড়িয়ে পড়েছে ওড়িশা পেরিয়ে গোটা দুনিয়ায়। নতুন বছরের শুরুতেই 'ছি ছি ছিঁড়ে ননী...' গানটি যেন এক জাদু ছড়িয়েছে। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১২০ কোটির গণ্ডি! সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক লাখের বেশি ব্যবহারকারী এই গানের উপর রিলস তৈরি করেছেন।
পরিচালক মনভঞ্জন নায়ক জানিয়েছেন, গানটি প্রথম বার রেকর্ড করা হয়েছিল ১৯৯৫ সালে। ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল এই গানের উপর একটি ভিডিও তৈরি করার প্রস্তাব দেন। তখনই এই গল্পটি তৈরি করেন নায়ক। গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে, যাঁকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে। কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন ফেরে, তখন জানতে পারে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে। সেই হৃদয়বিদারক মুহূর্তে গানটি গেয়ে ওঠে যুবক।
পরিচালক মনভঞ্জন স্বীকার করেছেন, গানটির মান নিয়ে তাঁরা আত্মবিশ্বাসী থাকলেও এর এমন সাড়া জাগানো সাফল্য হবে তা কল্পনাও করতে পারেননি। ২০ বছর পর এই গানের পুনর্জন্ম যেন সৃষ্টিকর্তাদের জন্য এক অভাবনীয় উপহার।
গানের প্রযোজক তথা রচয়িতা সীতারাম আগরওয়াল এর কৃতিত্ব দিয়েছেন প্রয়াত গায়ক ও গীতিকার সত্যনারায়ণ অধিকারীকে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন ভিডিওর মুখ্য চরিত্র সম্বলপুরের বিভূতি বিশয়াল এবং পরিচালক মনভঞ্জন নায়ক।
এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল পিটাপালি এবং জামদারপালি গ্রামে। প্রথমে গানটি সামান্য গুরুত্ব পেলেও পরে হারিয়ে যায়। এখন সেই গানই ইতিহাস গড়ছে। সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে ছিঃ ছিঃ রে ননী ছিঃ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊