'দরকারে আমরা দিল্লি অভিযান করবো'- আমিনাল হক, নস্যশেখ  উন্নয়ন পরিষদ

Aminal Haque, Nasyashekh Development Council

নস্যশেখ  উন্নয়ন পরিষদ এর জলপাইগুড়ি  জেলা কমিটির আহব্বানে আজ ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ বাতিলের দাবিতে ও বি সি পুর্নবহাল, ভূমিপুত্রের স্বীকৃতি সহ মোট ১৩ দফা দাবি নিয়ে জলপাইগুড়ি রাজবাড়ী ময়দান থেকে মিছল বের করে গোটা শহর পরিক্রমা করে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান  করা হয়। 

এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান শিক্ষক আমিনাল হক, জলপাইগুড়ি জেলা সম্পাদক ফরিদার আক্তার গাজী, সভাপতি বাচ্চু প্রধান, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শিক্ষক সামিম আখতার, কোচবিহার জেলা সম্পাদক বিশিষ্ট আইনজীবী আহসানুল আলম সরকার প্রমূখ। 

১৩ দফা দাবীর মধ্যে অন্যতম সম্প্রতি কেন্দ্রীয় সরকারের জারী করা ওয়াকফ আইন প্রত্যাহার করা, এর পাশাপাশি ওয়াকফ সম্পত্তি বিষয়ক কোনো নির্দেশ জেলা শাসক দ্বারা প্রদান না করা,কারন মুসলিম সম্প্রদায় শরীয়ত মেনে এতদিন এই ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলো মীমাংসা করে এসেছে।

এছাড়াও ,রাজ্যে সরকারের কাছে দাবি জানানো হয়, দ্রুত উত্তরবঙ্গে নস্যশেখ উন্নয়ন পরিষদের অফিস স্থাপন করা, ওবিসি সার্টিফিকেট ইস্যুতে রাজ্যকে এগিয়ে এসে সমাধান করা। 

আমিনাল হক বলেন কেন্দ্রীয় সরকারের এই  অশুভ ও সর্বনাশা ওয়াকফ বিল অবিলম্বে বাতিল করতে হবে,নইলে এই আন্দোলন শুধু উত্তরবঙ্গের সব জেলায় সীমাবদ্ধ থাকবে না,দরকারে আমরা দিল্লি অভিযান করবো। প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতিতে উক্ত ডেপুটেশন সফল দেওয়া হয়।