West Bengal: স্যালাইন-কাণ্ডে এবার তদন্তে CID

West Bengal: স্যালাইন-কাণ্ডে এবার তদন্তে CID



এবার স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। গাফিলতির প্রমান পেলে কড়া পদক্ষেপ করবে নবান্ন। সোমবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যসচিব।


সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব বলেছেন, যাঁদের গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে তাঁদের কোনও ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্য দফতরের পাশাপাশি এই ঘটনায় তদন্ত করবে সিআইডি।


প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেলে স্যালাইন দেওয়ার পর অসুস্থ তিন প্রসূতিকে এবার কলকাতার SSKM হাসপাতালে আনা হয়। পিজি হাসপাতালে ওই প্রসূতিদের চিকিৎসায় তৈরি হয়েছে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড। মেদিনীপুর মেডিকেলে অস্ত্রোপচারের পর পাঁচ প্রসূতিকে স্যালাইন দেওয়া হয়েছিল। পাঁচজনেই অসুস্থ হয়ে পড়েছিলেন। একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। ওই প্রসূতিদের দেওয়া স্যালাইন মেয়াদ উত্তীর্ণ ছিল বলে অভিযোগ।


এদিকে আজ স্যালাইন-কাণ্ডে অভিনব প্রতিবাদে নামে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে দিনভর তুমুল হট্টগোল হয় সল্টলেকে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে কংগ্রেস।