Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন রানাঘাটের এক গৃহবধূ

মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন রানাঘাটের এক গৃহবধূ

Ranaghat


মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন রানাঘাটের এক গৃহবধূ, নাম সুমিত্রা পাল । সুমিত্রা পালের বয়স ৫৪, বাড়ি নদীয়ার রানাঘাট পৌর তালপুকুর পাড়া এলাকায়। গত ২৭ শে জানুয়ারি পূর্ণ স্নানের উদ্দেশ্যে এলাকারই স্থানীয় বাসিন্দাদের সাথে স্নান করতে গিয়েছিলেন ওই গৃহবধূ। 



পরিবার সূত্রে জানা যায় ভোররাতে স্নান করতে নামে, তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই গৃহবধূকে, আর এই ঘটনায় রীতির মতো চিন্তিত পরিবার। ওই গৃহবধুর ছেলে সুমন পাল বলেন, গত ২৭ তারিখ শিয়ালদাহ স্টেশন থেকে স্থানীয় সঙ্গী সাথীদের নিয়ে মহা কুম্ভের উদ্দেশ্যে রওনা দেন,গত ২৮ তারিখ সেখানে গিয়ে পৌঁছান সুমিত্রা পাল। আর পরেরদিন ভোরে স্নান করতে নামেন তার মা আর এরপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি ছেলের। 


যদিও মায়ের সাথে যাওয়া সঙ্গী-সাথীরা তারা প্রত্যেকেই ফিরে আসছেন। তবে মায়ের বিষয়ে সঙ্গী সাথীরা তার মায়ের খোঁজ দিতে পারছেন না। আর এর পর প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলেও সন্ধান বা খোঁজ মিলছে না সুমিত্রা দেবীর। এই ঘটনায় রীতিমতো হতাশায় ভুগছেন পরিবার, কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code