Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিলিকোসিসে রোগে একাধিক মানুষ আক্রান্ত ও মৃত, অভিযোগ অগ্নিমিত্রার

সিলিকোসিসে রোগে একাধিক মানুষ আক্রান্ত ও মৃত, অভিযোগ অগ্নিমিত্রার

Several people have been infected and died from silicosis, alleges Agnimitra


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল :
সালানপুর ব্লকের মধ্যে সিলিকোসিসে রোগে একাধিক মানুষ হচ্ছে আক্রান্ত ও মৃত ,এমনই অভিযোগ তুলেছেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

বৃহস্পতিবার সেই সব রোগীদের সাথে দেখাও করতে এলেন তিনি। সালানপুর ব্লকের দেন্দুয়া এলাকায় চলছে বহু পাথর ডাস্ট, রি ফ্যাক্টরি সহ কলকারখানা। আর এইসব কারখানায় কাজ করে এলাকার বহু দিন মজুর। কেউ কেউ তিনবছর কেউ আবার পাঁচ বছর ধরে এসব কারখানায় কাজ করে কিন্তু তাদের শরীরে শারীরিক সমস্যা দেখা যায়। এরফলে জেলা হাসপাতালে চিকিৎসা করাতে গেলে চিকিৎসক রিপোর্ট টিবি নামক রোগের ঔষধ খাওয়া জন্যে বলে রোগীদের। কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ হলে তাদের বাইরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করালে সেখানে রিপোর্টে সিলিকোসিস নামক রোগের কথা উঠে আসে।এই রোগে মৃত্যু হয় একাধিক শ্রমিকের। তাছাড়া অসুস্থ রয়েছে বহু শ্রমিক।

এমনি অভিযোগ তোলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল । যাদের অসুস্থতার কথা জানতে পেরে বৃহস্পতিবার দেন্দুয়ার এলাকায় ছুটে আসে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

এদিন তিনি সবার প্রথম বনজেমারি কলিয়ারি ৫ নম্বর এর মনিলাল হেমরম এর বাড়ি যান সেখানে তার সাথে কথা বলেন তিনি কেমন রয়েছেন এবং কোথায় চিকিৎসা করাচ্ছেন তা জানতে চান এবং পাশে থাকার আশ্বাস দেন।

এরপর সেখান থেকে বরাভুই গ্রামের মৃত সুবল রায়ের স্ত্রীর সাথে কথা বলেন সেখানেই ,মৃত জগন্নাথ রায়ের মায়ের সাথেও কথা হয় বিধায়িকা আগ্নিমিত্রা পালের। সেখানেই আক্রান্ত এক শ্রমিকের সাথে কথা বলেন তিনি। সেখানে জানতে পারেন যে এই এলাকায় বহু কারখানায় শ্রমিকরা কাজ করে সেখান থেকেই তাদের এই সব রোগের সূত্রপাত।

তিনি রাজ্যে সরকারকে কটাক্ষ করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এই এলাকায় ব্যাপকভাবে দূষণ ছড়িয়ে পড়েছে। সেইসব দেখার কেউ নেই।

তিনি আরো বলেন তিনি মুখ্যমন্ত্রী , কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে চিঠি করবেন তাতেও যদি উত্তর না পাই তবে তিনি বৃহত্তর আন্দোলন পথে এগিয়ে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code