বীর গাথা পুরস্কারে সম্মানিত ত্রিপুরার চার পড়ুয়া
ত্রিপুরার জন্য আরেকটি গর্বের মুহূর্ত! ত্রিপুরা রাজ্যের চার ছাত্র- হৃদম রায় (শ্রীকৃষ্ণ মিশন স্কুল- প্রবন্ধ), সাগর দেববর্মা (একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, খুমলুং- প্রবন্ধ)। মেঘরাজ দেবরয় দেবরয় (আর (আরকেএম বিদ্যালয়, বিবেকনগর- পেইন্টিং/ড্রয়িং) এবং ইশিকা শীল (তেলিয়ামুরা এইচএস স্কুল- কবিতা) 'বীর গাথা পুরস্কারে সম্মানিত হয়েছেন।তারা বীর গাথা 4.0 এর সুপার-100 বিজয়ীদের মধ্যে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ।
এই চারজন বিজয়ীদের মধ্যে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ছাত্রী তথা ইশিকা শীলকে বিদ্যালয়ের তরফে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় মঙ্গলবার বিদ্যালয়ের হল গৃহে ।বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এক রেলির মাধ্যমে বীর গাথা পরিষ্কার প্রাপ্ত সপ্তম শ্রেণির ছাত্রী ঈশিতা শীলকে বিদ্যালয়ে নিয়ে আসে। পরে বিদ্যালয়ের হল গৃহে স্কুলের ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ এবং প্রাক্তন প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা সহ বিদ্যালয়ে অন্যান শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। ঈশিতা এই সাফল্যের জন্য বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ বলেন, ঈশিতার এই সাফল্যের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊