WB Special Educator Recruitment: খুশির খবর, রাজ্যের বিশেষ সক্ষমদের জন্য শিক্ষক নিয়োগ

WB Special Educator Recruitment
photo credit: rewariyasat



মহামান্য সুপ্রিম কোর্ট প্রতিটা দেশের সাধারণ বিদ্যালয়ে ১ জন করে বিশেষ শিক্ষক নিয়োগ করার এক ঐতিহাসিক রায় দেন। এমনকি গত জুন মাসে কলকাতা হাইকোর্ট ২০২৪ এর ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া মেনে স্পেশাল এডুকেটর নিয়োগ করার কথা বলেন। অন্যান্য রাজ্য অনেকদিন আগে থেকেই শিক্ষাক্ষেত্রে স্পেশাল এডুকেটর নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে স্পেশাল এডুকেটার নিয়োগ হয়নি। তবে আজ এলো খুশির খবর।

আজ মন্ত্রীসভার বৈঠকে রাজ্যে বিশেষ সক্ষমদের জন্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।স্পেশাল এডুকেটর নিয়োগে সায় রাজ্য মন্ত্রিসভার, বিশেষ সক্ষমদের জন্য প্রায় আড়াই হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর।

সূত্রের খবর, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার (RCI) অনুমোদিত বিএড যারা করেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের (CWSN) শিক্ষা দেওয়ার জন্য একমাত্র প্রশিক্ষণপ্রাপ্তরাই যোগ্য বলে বিবেচিত হবেন।


সূত্রের খবর, ২০২৫ এর শুরুতেই রাজ্যের বিশেষ সক্ষমদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে।