Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবার BLO র মৃত্যু! কাজের চাপেই?

আবার BLO র মৃত্যু! কাজের চাপেই? 

BLO


আবার BLO র মৃত্যু। অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয়েছে তার। মালদার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ী পাকুরতলা এলাকার ঘটনা। মৃতার নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। বাড়ি পাকুরতলা এলাকায়। পেশায় আইসিডিএস কর্মী। ইংরেজবাজার পুরো এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বি এল এর দায়িত্বে ছিলেন।

তার স্বামীর অভিযোগ প্রচণ্ড কাজের চাপ ছিল। তার মধ্যে তীব্র শীত। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তার স্ত্রী। ডাক্তার দেখিয়েছিলেন। ডাক্তার বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু এস আই আর এর কাজের চাপ প্রচন্ড ছিল। এতে আরো অসুস্থ হয়ে পড়েন। আজ ভোরে তার মৃত্যু হয়।

খবর পেই ন্টার বাড়িতে ছুটে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়েত্রী ঘোষ। কাউন্সিলর এর অভিযোগ নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলেই বিএল ওরা অসুস্থ হয়ে পড়ছে। যার পরিণতি মৃত্যু হল।

পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অযোগ গঙ্গোপাধ্যায় বলেন, যেকোনো মৃত্যু দুঃখজনক। তবে সবদায় নির্বাচন কমিশনকে চাপিয়ে দিলে হবে না। তৃণমূলের যারা জনপ্রতিনিধি বা নেতৃত্ব আছে তারাও বি এল ওদের উপর চাপ সৃষ্টি করছে। হলে ই এইসব সমস্যার সৃষ্টি হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code