বহু প্রতীক্ষার পর ডুয়ার্সে নতুন মহকুমা আদালত ভবনের উদ্বোধন করলেন দুই বিচারপতি

Inauguration


দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান, কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু নিজে হাতে ফিতে কেটে পুষ্প ছড়িয়ে নতুন ভবনের উদ্ভোধন করেন মালবাজারে, উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ওপর এক বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়।

এছাড়াও জেলা আদালতের প্রধান বিচারক সহ জেলা পুলিশ সুপার এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

বিচারপতি বিশ্বজিৎ বসু নিজের উদ্বোধনী বক্তব্য বলেন, ২০০১ সালে এই মহকুমা গঠিত হলেও কোর্ট স্থাপন করতে প্রায় ২৩ বছর লেগে গেলো, মালবাজার সাব ডিভিশনাল কোর্ট নিজস্ব ভবনে কাজ শুরু করায় এই অঞ্চলে বসবাসকারীদের আইনি সহায়তা নিতে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ যেতে হবে না আর।


অপরদিকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করে বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায় বলেন, আজকের এই শুভ মুহুর্তে আমি বিশেষ ভাবে জাস্টিস বিশ্বজিৎ বসু এবং জলপাইগুড়ি জেলা ও দায়রা জজ অরুণ কিরন বন্দ্যোপাধ্যায়কে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই । 



মাল বাজার মহকুমা আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশ সুপার উমেশ খানন্দাভালে বলেন, আজকে মাল বাজার সাব ডিভিশনাল কোর্টের উদ্বোধনের পেছনে সব থেকে বেশী অবদান রয়েছে জাস্টিস বসুর ,উনি সব সময় এই কাজের অগ্রগতির খোজ নিতেন, আজ সেই কাজ সম্পন্ন হলো।