পাচারের আগেই ভারত-বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত প্রায় ৩ লক্ষ টাকার পণ্য

food

পাচারের আগেই ভারত-বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত প্রায় 2 লক্ষ ৭০ হাজার টাকার পন্যসহ দুটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি নাম্বার প্লেট বিহীন টু হুইলার।

জানা যায় মঙ্গলবার গভীর রাতে দিনহাটা 2 নম্বর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর ১৩৮ নম্বর ব্যাটেলিয়ান টহল দেওয়ার সময় বিষয়টি তাদের নজরে আসে। পাচারকারীদের ধরতে গেলে তারা ১৩৮ টি সালোয়ার কামিজ যার বাজার ২লক্ষ ৭ হাজার টাকা এবং ১২০ প্যাকেট ধানের বীজ যার বাজার মূল্য ৪১ হাজার ৯১০ টাকা এবং দুটি মোবাইল যার বাজার মূল্য প্রায় ২১ হাজার টাকা সেই সাথে নাম্বার প্লেট বিহীন একটি টু হুইলার ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটেলিয়ান উদ্ধার হওয়া বস্ত্র এবং ধানের বীজ সমস্ত সহ সমস্ত কিছুই জমা দেয় সাহেবগঞ্জ থানায়।