সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে


nabanna


গত ২১ই নভেম্বরই সিআইডেতে বদলের কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, CID-র খোলনলচে বদলে দেবেন। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে দুর্নীতির সঙ্গে পুলিশ-প্রশাসনের নামও জড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন মমতা। ডিজি-র উদ্দেশে বলেন, "আমি যদি নিজেকে ক্ষমা না করি, তোমরা কাকে ভয় পাচ্ছো?" সেই মতোই এবার CID-তে রদবদল হল।

সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে সড়িয়ে দেওয়া হল। আপাতত তাঁকে পাঠানো হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি(ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরনকে।

তবে গোয়েন্দা প্রধানকে সড়ানো হলেও পরবর্তী গোয়েন্দা প্রধান কে হবেন তা জানানো হয়নি। এখনও পর্যন্ত নির্দেশিকা প্রকাশ করেনি নবান্ন। কেন রাজশেখরনকে কম গুরুত্বপূর্ণ পদে সরানো হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রশাসনের অন্দরে জল্পনা, এডিজি সিআইডি-২ পদে থাকা CID-র সবথেকে সিনিয়র অফিসার বিশাল গর্গ আপাতত সবকিছু দেখবেন।

এদিকে, রাজশেখরনকে এডিজি (ট্রেনিং) পদে পাঠানোর পাশাপাশি, IPS অফিসার আর শিবকুমার, যিনি এডিজি (পলিসি) ছিলেন, তাঁর জায়গায় আনা হয়েছে দময়ন্তীকে। রাজীব মিশ্র, যিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি ছিলেন, তাঁকে এডিজি (মডার্নাইজেশন) করা হয়েছে।