আবাস যোজনার তালিকা থেকে নিজের নাম বাতিলের আবেদন ওকড়াবাড়ীর মোস্তফার
ঘর ফেরালেন ওকড়াবাড়ী অঞ্চলের এক বাসিন্দা। দিনহাটা এক নং ব্লকের অন্তর্গত ওকড়াবাড়ী অঞ্চলের গোকুড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোস্তফা আলি ওরফে সাবু। আজ বুধবার সকালে দিনহাটা ১নং ব্লকের সহ কৃষি অধিকর্তা কাজল কৃষ্ণ বর্মনের হাতে আবাসের টাকা ফেরতের আবেদন পত্র তুলে দেন।
এদিন এসময় উপস্থিত ছিলেন দিনহাটা ১নং ব্লকের সহ কৃষি অধিকর্তা কাজল কৃষ্ণ বর্মন, ভিআরপি রবিউল ইসলাম, পঞ্চায়েত সালেমা বিবি, এলাকার বাসিন্দা সানোয়ার হোসেন, লুৎফর রহমান সহ আরো অনেকে
এদিন সকালে ঘরের সার্ভে করার সময় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে মোস্তফা আলি সেই আবেদন তুলে দিয়ে জানান, আমার আগে ঘর ছিল না। এখন আছে। তাই আমার ঘরের নাম আসলেও আমি নিতে চাইছি না। গোকুড়া গ্রামের পঞ্চায়েত সদস্য সালেমা বিবি জানান, ওনাকে ধন্যবাদ। আসলেই যাদের ঘর পাওয়া দরকার তাঁরা যেন পেয়ে তাই তিনি এগিয়ে এসেছেন।
দিনহাটা ১নং ব্লকের সহ কৃষি অধিকর্তা কাজল কৃষ্ণ বর্মন বলেন, আমরা যখন সার্ভে করতে আসছি তখন ওকড়াবাড়ি অঞ্চলের গ্রামের একজন আবাস যোজনার বেনিফিশিয়ারি ঘর নেবেন না তাঁর আবেদন করলেন। ২০১৮-তে যখন সার্ভে হয় তখন এনার পাকা ঘর ছিল না কিন্তু এরপর তিনি নিজেই পাকা ঘর তৈরি করেন। তাই তিনি ঘর নেবেন না। ঘর ফিরিয়ে তিনি সুস্থ ভালো মানসিকতার পরিচয় দিয়েছেন। এভাবেই সবাই এগিয়ে আসলে। যাদের আসলেই আবাস যোজনার ঘরের সুবিধা পাওয়া দরকার তাঁরা পাবেন।
নিজের গ্রাম পঞ্চায়েতে এমন সিদ্ধান্তে খুশি এলাকাবাসী, একজন বলেন তার এই সিদ্ধান্তে তিনি খুশি। আরো জানান এরপর অন্যান্য গ্রাম পঞ্চায়েতের যারা আর্থিকভাবে স্বচ্ছল রয়েছেন তারাও যদি এই একই সিদ্ধান্ত নেন তাহলে অনেক দু:স্থ মানুষ আবাস যোজনা প্রকল্পে ঘরের সুবিধা পাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊