Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bangladesh: বড়দিনের আনন্দ ম্লান ! বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হল খ্রিস্টানদের ১৭টি বাড়ি !

Bangladesh: বড়দিনের আনন্দ ম্লান ! বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হল খ্রিস্টানদের ১৭টি বাড়ি !

Bangladesh: বড়দিনের আনন্দ ম্লান ! বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হল খ্রিস্টানদের ১৭টি বাড়ি !
ছবি ঋণ ঃ ঢাকা মেইল

বাংলাদেশে এবার আক্রান্ত সংখ্যালঘু খ্রিস্টানরা। বড়দিনের আনন্দে যখন চার্চে রাত কাটাচ্ছিলেন তখন সেই সুযোগে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। ১৭ টি বাড়িই পুড়ে ছাই।

ঢাকা মেইল এ প্রকাশিত খবর অনুসারে, ক্ষতিগ্রস্ত গুঙ্গামনি ত্রিপুরা বলেন, তংগঝিরি নতুন পাড়ায় ১৯টি পরিবার বসবাস করে। কিন্তু পাড়ায় খ্রিষ্টানদের কোনো প্রার্থনা ঘর গির্জা নেই। সেজন্য বড়দিন উপলক্ষে পুরাতন তংগঝিড়ি পাড়া গীর্জায় রাতে প্রার্থনা করতে যায়। এই সুযোগে দুর্বৃত্তরা রাত সাড়ে ১২টার দিকে ১৭টি বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। আমরা এক পোশাকে আছি, আমরা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন স্টিফেন ত্রিপুরা, যোয়াকিম ত্রিপুরা, মশৈম্যা ত্রিপুরা ও মহম্মদ ইব্রাহিম।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা দীর্ঘদিনের। পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের মাধ্যমে এই সমস্যার সমাধান হওয়ার কথা ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code