Latest News

6/recent/ticker-posts

Ad Code

সততার নজির ! হারিয়ে যাওয়া ব্যাগ ফেরত দিলেন ভদ্র মহিলা

সততার নজির ! হারিয়ে যাওয়া ব্যাগ ফেরত দিলেন

Siliguri news


শিলিগুড়ি

সততার নজির, হারিয়ে যাওয়া ব্যাগ ফেরত দিলেন শিলিগুড়ি টিকিয়াপাড়া বাসিন্দা ঊষা বাল্মিকী। প্রসঙ্গত জানা গেছে ভদ্রমহিলা গতকাল সকালে দেখতে পান একটি কালো রঙের ব্যাগ হাতি মোড়ে পড়ে রয়েছে। ব্যাগটির মধ্যে ছিল বেশ কিছু কাগজপত্র, ল্যাপটপ , আরো অন্যান্য জিনিস। এরপর যে ব্যক্তির ব্যাগটি হারিয়ে যায় তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় অবশেষে যোগাযোগ করতে সক্ষম হন তারা। 


যে ভদ্রলোকের ব্যাগ হারিয়ে গিয়েছে তার নাম সৌমেন ধারা তিনি দুর্গাপুরের বাসিন্দা টিভিএস কোম্পানিতে চাকরি করেন এবং বিভিন্ন শোরুম গুলিতে তিনি ভিজিট করে থাকেন। যে ভদ্রলোকের ব্যক্তি হারিয়ে গিয়েছিল সৌমেন ধারা তার সাথে যোগাযোগ করা হয় এরপর তারই একজন পরিচিত টিভিএস শোরুমে কর্মরত দীপক সরকার নামে এক ভদ্রলোক এদিন সংলগ্ন এলাকায় এসে ব্যাগটি নিয়ে যান। 

হারিয়ে যাওয়া ব্যাগটি পেয়ে সৌমেন ধারা ও তার পরিচিত যথেষ্ট খুশি। এদিকে ব্যাগটি ফেরত দিতে পেরে যথেষ্ট আনন্দিত টিকিয়াপাড়ার বাসিন্দা ও তার পরিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code