প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে সাত দিনের জাতীয় শোক
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের সাত দিনের জাতীয় শোক ঘোষনা করে সেই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে মনমোহনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ চলবে। ‘জাতীয় শোক’ ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
বৃহস্পতিবার রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ শুক্রবার তাঁর মতিলাল নেহরু মার্গের বাসভবনে থাকবে এমনটাই জানা গেছে। মনমোহনের প্রয়াণে কংগ্রেস সাত দিনের জন্য সব দলীয় কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্নাটক সরকার ইতিমধ্যে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
বৃহস্পতিবার রাত আট নাগাদ অসুস্থতা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হন মনমোহন সিং। এরপরে রাতেই তাঁর মৃত্যু সংবাদ পাওয়া যায়। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার মনমোহন সিং (Manmohan Singh)। ১৯৯১ সালে প্রথম রাজ্য সভার সদস্য হন। ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে ২০০৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊