Lankapara picnic spot: আরও নতুনত্ব নিয়ে হাজির গত মরশুমের হিট লঙ্কাপাড়া পিকনিক স্পট


Lankapara picnic spot: আরও নতুনত্ব নিয়ে হাজির গত মরশুমের হিট লঙ্কাপাড়া পিকনিক স্পট

 

লঙ্কাপাড়া চা বাগান পিকনিক স্পট হিসাবে গতবছর সবথেকে বেশি জনপ্রিয়তা পাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি ১ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত লঙ্কা পাড়া পিকনিক স্পটের কর্মকর্তারা।  

গতবছর লঙ্কাপাড়া চা বাগান ছিল পিকনিকের মরশুমে সম্পূর্ন হাউসফুল। প্রথমবারের মতন খুলেছিলো লঙ্কাপাড়া ছোট পাহাড়ের উপর এই পিকনিক স্পট। বীরপাড়া থেকে মাত্র ১৯ কিমি দূরত্বে লঙ্কাপাড়া চা বাগানে।  

Lankapara picnic spot

এই পিকনিক স্পটের দায়িত্বে রয়েছে মনকামনা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে- ইতিমধ্যে শুরু হয়ে গেছে পিকনিক। গত ২৫ ডিসেম্বর ছিল বিশেষ অনুষ্ঠান। আগামী ২৯ তারিখ বর্ষপূর্তি অনুষ্ঠান  উপলক্ষ্যে বিশেষ বিশেষ অতিথিরা আসবেন। যার প্রস্তুতি জোরকদমে চলছে। 

গতবছর লঙ্কাপাড়া পিকনিক স্পটে পানীয় জল এবং টয়লেটের অভাব নিয়ে অভিযোগ উঠেছিলো। এবছর এই দুটো ক্ষেত্রেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে সরকারী ভাবে একটি টয়লেট তৈরির কাজ শেষ পর্যায়ে। এছাড়াও বসার ব্যবস্থা, ওয়াচ টাওয়ার ইত্যাদি নতুনভাবে তৈরি হয়েছে দর্শনার্থীদের জন্য। 

Lankapara picnic spot



গতবছরের মতন এবছরও একই থাকছে প্রবেশ মূল্য। বড় গাড়ির জন্য ২০০ টাকা, ছোট চার চাকার জন্য ১০০ টাকা, বাইকের জন্য ২০ টাকা আর ইকো পার্কে প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা। 


Lankapara picnic spot

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নতুন পিকনিক স্পট এবং আয়জকদের ব্যবহার বিশেষ প্রশংসা পেয়েছে গতবছর। এবছরও রেকর্ড করবার জন্য তৈরি হচ্ছে লঙ্কাপাড়া পিকনিক স্পট।