অসুস্থ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

Manmohan Singh


অসুস্থ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় ৯২ বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রীকে এইমসে ভর্তি করা হয়েছে এমনটাই খবর। অত্যাধিক শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে মনমোহন সিংকে ভর্তি করা হয়েছে। এমনটাই তাঁর অফিস সূত্রে জানা গেছে। 


উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার মনমোহন সিং। ১৯৯১ সালে প্রথম রাজ্য সভার সদস্য হন। ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে ২০০৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। 


এই বছরের এপ্রিলে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন সিং। ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ হিসেবেই এদেশের রাজনীতিতে মনমোহনের অন্যতম পরিচয়। বিরোধীরা সেই সময় কটাক্ষ করতে থাকেন, মনমোহন স্রেফ ‘ছায়া’। ১০ জনপথের বাসিন্দা সোনিয়াই ‘সুপার পিএম’। যদিও সেই কটাক্ষ তেমন পোক্ত ছিল না‌। ২০০৪-র পর ২০০৯ এ ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন তিনি।