Latest News

6/recent/ticker-posts

Ad Code

মেখলিগঞ্জ ও মাতালহাটে অনুষ্ঠিত হল একলব্য মেধা অন্বেষণ ২০২৪

মেখলিগঞ্জ ও মাতালহাটে অনুষ্ঠিত হল একলব্য মেধা অন্বেষণ ২০২৪ 


কোচবিহার জেলার মেখলিগঞ্জ ও মাতালহাটে অনুষ্ঠিত হল একলব্য মেধা অন্বেষণ। ১৫ ডিসেম্বর, বেলা ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হল পরীক্ষা। একলব্য প্রকাশনী আয়োজিত একলব্য মেধা অন্বেষণের দ্বিতীয় ধাপে এদিন মেখলিগঞ্জ ও মাতাল হাটের বড়ভিটায় অনুষ্ঠিত হল পরীক্ষা। 


পরীক্ষায় উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। অভিভাবক অভিভাবিকদের মধ্যেও পরীক্ষা নিয়ে বেশ উন্মাদনা লক্ষ্য করা যায়। অভিভাবক অভিভাবিকা সহ ছাত্রছাত্রীরা পরীক্ষার পর পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরীক্ষার বিভিন্ন বিষয় গুলো তাঁদের নজর কেড়েছে এমনটাই জানিয়েছেন তাঁরা। 



মেখলিগঞ্জ ও মাতাল হাটের পরীক্ষার্থীরা জানিয়েছে, পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র অনেক ভালো হয়েছে। সুন্দর ভাবে সব উত্তর লিখেছে বলেও জানায় ছাত্র ছাত্রীরা ‌। 

একজন অভিভাবক জানান, পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে সুরক্ষিত ভাবে আনা হয়েছে, আমাদের স্বাক্ষর নেওয়া সহ আমাদের সেই প্যাকেট গুলো সুন্দর ভাবে দেখানো হয়েছে। এরপর ক্লাসে প্যাকেট গুলো খোলা হয়েছে। এটা খুব সুন্দর লেগেছে। তাছাড়াও বাচ্চা পরীক্ষা দিয়ে বেড়িয়ে বেশ খুশি। প্রশ্ন ভালো হয়েছে বলেই জানিয়েছে। আমরা খুশি। আগামীদিনে এই পরীক্ষা ফের আয়োজিত করুক সংস্থা আমরা এটাই চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code