প্রথম ইনিংসেই রানের পাহাড় অজিদের, শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত 

Ind vs Aus


বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে প্রবল চাপে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ে থামলো অস্ট্রেলিয়া। সাড়ে চারশো রান করেছে অস্ট্রেলিয়া। পাল্টা ব্যাট করতে নেমে মাত্র তিন ওভারে আউট দুই তারকা। ইনিংসের দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফিরলেন যশস্বী জয়সওয়াল। তৃতীয় ওভারের শুরুতে আউট শুভমান গিল। খানিক পরে ফিরতে হল বিরাট কোহলিও।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে নতুন বলে স্বাচ্ছন্দ্য দেখাচ্ছিল দুই অস্ট্রেলিয়ান ওপেনারকেই। দ্বিতীয় দিন ট্র্যাভিস হেড আর স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে গাব্বা টেস্টে অজিদের দাপট। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৪০০ পার করেন। তৃতীয় দিনে প্রায় সাড়ে চারশোর কাছে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ার রান। তৃতীয় দিনের প্রথম সেশনে ৪৪৫ রান করে অলআউট হয় অজিরা। ২৮ ওভার বল করে ৭৬ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছেন ভারতের সহ-অধিনায়ক। দুটি উইকেট গিয়েছে সিরাজের ঝুলিতে। আকাশ দীপ এবং নীতীশ কুমার রেড্ডি একটি করে উইকেট পেয়েছেন।




গাব্বাতেও আগ্রাসী শট খেলতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়ে এলেন যশস্বী। একই ভঙ্গিতে আউট শুভমান গিলও। খোঁচা দিয়ে আউট কোহলিও। সবমিলিয়ে, প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে ধুঁকছে টিম ইন্ডিয়া। ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান ভারতের।