বিরাট মাইলস্টোন বুমরাহর, টপকালেন কুম্বলেকে দাঁড়ালেন কপিলের পাশে

Bumrah


ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দুরন্ত সাফল্য বুমরাহর। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহ ২৮ ওভার বল করেন। ৯টি মেডেন ওভার নেন তিনি। ৭৬ রান খরচ করে বুমরাহ তুলে নেন ৬টি উইকেট। আর সাথে সাথেই ব্যক্তিগত এক মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বুমরাহ।



ব্রিসবেনের প্রথম ইনিংসে ৬ উইকেট দখল করার সুবাদে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৫০টি উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০টি টেস্টে ১৯ ইনিংস বল করার সুযোগ পেয়েছেন বুমরাহ, আর সবকটি অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় এই নিয়ে ৩ বার ইনিংসে ৫ উইকেট নিলেন জসপ্রীত।



ভারতীয়দের মধ্যে জসপ্রীত বুমরাহর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ৫০টি টেস্ট উইকেটের মাইলস্টোন টপকেছেন কেবল কপিল দেব। তিনি অস্ট্রেলিয়ায় মোট ৫১টি টেস্ট উইকেট নিয়েছেন। ৪৯টি উইকেট নিয়েছিলেন কুম্বলে। জসপ্রীত বুমরাহ এই নিয়ে কেরিয়ারের ৪৩তম টেস্টে মাঠে নেমেছেন। তিনি ৮২টি ইনিংসে বল করে ১৯১টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ২২ রানে ৬ উইকেট।