Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata Municipality: বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশের চক্র দিনহাটায় ! লক্ষ লক্ষ টাকা প্রতারণা !

Dinhata Municipality: বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশের চক্র দিনহাটায় ! লক্ষ লক্ষ টাকা প্রতারণা !

Dinhata Municipality: বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশের চক্র দিনহাটায় ! লক্ষ লক্ষ টাকা প্রতারণা !



দিনহাটা: বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদনের একটি জাল চক্র তৈরি হয়েছে তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভায় (Dinhata Municipality)। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দিনহাটা থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার পুলিশ পুরসভার (Dinhata Municipality) তিন কর্মীকে থানায় রীতিমতো ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি পুরসভায় (Dinhata Municipality) এসে তদন্ত করে বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে। যদিও ওই প্রতারণা চক্রের অভিযোগে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। তবে লক্ষ লক্ষ টাকা অর্থ প্রতারণা হয়েছে বলে জানা গিয়েছে।


ইতিমধ্যেই চারজন ব্যক্তি পুরসভায় (Dinhata Municipality) এসে তাদের কাছ থেকে প্ল্যান পাশের নামে ভুয়ো কাগজ দিয়ে অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। পুরসভার (Dinhata Municipality) এই জাল চক্র নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে বিরোধীরা। তারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগ এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি তুলেছেন।


ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা পুরসভার (Dinhata Municipality) দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় সাহা নামে এক ব্যক্তি ২০২১ সালে একটি বিল্ডিংয়ের প্ল্যান পাশ করার জন্য পুরসভায় যান। সেখানে তার কাছ থেকে পুরসভার তরফ থেকে ৬৫ হাজার ২৩০ টাকার বিনিময়ে একটি রসিদ ধরিয়ে দেওয়া হয়। তিনি সেসময় বিষয়টি বোঝেননি। গত ২২শে ডিসেম্বর পুরসভা এসে তিনি বুঝতে পারেন রসিদটি জাল। এরপর বিষয়টি পুরসভায় লিখিতভাবে জানানো হয়।


এদিকে লিখিত অভিযোগ পেয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন বিষয়টি নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর শুক্রবার আরো দুজন বাসিন্দার বিল্ডিং পাশের কাগজে একই ধরনের অনিয়ম ধরা পড়ে।


শুক্রবার পুলিশের তরফ থেকে প্রথমে পুরসভার তিনজন কর্মচারীকে দিনহাটা থানায় ডেকে পাঠানো হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশের একটি দল পুরসভায় (Dinhata Municipality) যায় এবং পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেনসহ অন্যান্য কর্মীদের সঙ্গে আলোচনা এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। তদন্ত শেষে পুরসভা (Dinhata Municipality) থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুলিশ বাজেয়াপ্ত করে।


এ বিষয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন বলেন, পুলিশ পুরসভায় (Dinhata Municipality) এসেছিল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গিয়েছে। এছাড়াও জাল রসিদ ধরিয়ে দিয়ে আরো কয়েকজনের কাছ টাকা তোলার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দিনহাটা পুরসভায় (Dinhata Municipality) চারজন অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।


দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী বলেন, আমার সই জাল করে পুরসভার কিছু কর্মী জাল রসিদ দিয়ে টাকা তুলেছে।


তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভায় বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশের জালচক্র বিষয়ে বলতে গিয়ে সিপিআই(এম) জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস ফোন মারফত বলেন, দিনহাটা পুরসভায় অবৈধ কাজ দীর্ঘদিন ধরেই চলে আসছে। এবার বিল্ডিং পাশের নামে জালচক্র তৈরীর বিষয়টি বেরিয়ে এসেছে। কাজেই দুর্নীতির অভিযোগে অবিলম্বে পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এর পদত্যাগ করা উচিত।


পাশাপাশি তিনি বলেন, প্রশাসনের উচিত অবিলম্বে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code