CBI submitted charge sheet against partha chatterjee

CBI submitted charge sheet against partha chatterjee


গত ১ অক্টোবর এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ, শুক্রবার তাঁর বিরুদ্ধে ৪০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআইয়ের , বলা হয়েছে এক হাজারের বেশি চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর সঙ্গীরা। চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ছাড়াও আরও দুজনের নাম রয়েছে ।


দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। CBI এর পেশ করা আজকের চার্জশিট প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনে অনেকটাই প্রভাব পড়বে বলে মনে করছে অভিজ্ঞ মহল।


ইতিমধ্যে জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিনের অনুমতিও মিলেছে। তবে এখনও জামিন বলবৎ হয়নি। এরই মাঝে আজ, শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই (CBI)।