টেস্টে অশ্বিন-কপিলদের রেকর্ড ভাঙার পথে বুমরাহ!

Bumrah


অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর বাকি দুটি টেস্ট। আর তার আগে বড় খবর টেস্ট ক্রিকেটে একাধিক কীর্তির সামনে যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে বুমরাহ ভাঙতে পারেন সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনের একটি নজির। এ ছাড়া আরও কয়েকটি নজির গড়ার সুযোগ রয়েছেন তাঁর সামনে।



বর্ডার-গাওস্কর ট্রফিতে ভাল ফর্মে আছেন বুমরাহ। বাকি দুই টেস্টে ছয়টি উইকেট সংগ্রহ করতে পারলেই তিনি অশ্বিনের একটা রেকর্ড ভেঙে ফেলবেন। ২০১৯-২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিনের ১৪টি ম্যাচে ৭১টি উইকেট ভারতীয়দের মধ্যে কোনো এক টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট সংগ্রহ। এদিকে বুমরাহ এই মরশুমে ১৩ ম্যাচে ৬৬টি উইকেট সংগ্রহ করেছেন।



বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচ খেলে নিয়েছেন ১৪৫টি উইকেট। আর ৫টি উইকেট পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫০টি উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই নজিরের সামনে দাঁড়িয়ে বুমরাহ।

৪৩টি টেস্টে ১৯৪টি উইকেট রয়েছে বুমরাহ। আর ৬টি উইকেট নিলেই টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। আর এই নজির গড়লেই ভারতীয় জোরে বোলার টপকে যাবেন কপিল দেবের রেকর্ড। বুমরা ভারতীয় জোরে বোলারদের মধ্যে টেস্টে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার নজির গড়বেন। কপিল দেব ৫০ টেস্টে ২০০ উইকেট নিয়েছিলেন। পাশাপাশি মেলবোর্নেই ২০০ উইকেট পূর্ণ করতে পারলে জাডেজার ৪৪ টেস্টে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করবেন বুমরাহ।



কোনও দ্বিপাক্ষিক সিরিজ়ে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে ভগবত চন্দ্রশেখরের। তিনি ১৯৭২-৭৩ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ়ে ৩৫টি উইকেট নিয়েছিলেন। বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে পেয়েছেন ২১টি উইকেট। আর বাকি দুই টেস্টে ১৫ উইকেট নিলে এই নজির নিজের দখলে নিতে পারবেন বুমরাহ।