রাজ্যের হস্তশিল্প বিভাগে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত 


recruitment

তিন বছরের চুক্তিতে ক্লাস্টার ডেভেলপমেন্ট এগজ়িকিউটিভস এবং টেক্সটাইল ডিজ়াইনার পদে মোট ১২ টি শূন্যপদে হ্যান্ডলুম টেকনোলজি বা সমতুল বিষয়ে উচ্চশিক্ষা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করবে রাজ্যের হস্তশিল্প বিভাগ।



জানা গিয়েছে, ক্লাস্টার ডেভেলপমেন্ট এগজ়িকিউটিভ হিসাবে হ্যান্ডলুম টেকনোলজিতে ডিগ্রি অর্জন করেছেন এবং অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। টেক্সটাইল ডিজ়াইনার পদে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন থেকে উত্তীর্ণ ডিগ্রিধারীরা দুবছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।



৩৮ বছরের মধ্যে যাদের বয়স তাঁরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। আগামী ২১ জানুয়ারি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। ইমেইল মারফত বায়োডাটা জমা দিতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।