Latest News

6/recent/ticker-posts

Ad Code

শহরকে তারের জাল থেকে মুক্ত করবার উদ্যোগ নিলো পৌরসভা

শহরকে তারের জাল থেকে মুক্ত করবার উদ্যোগ নিলো পৌরসভা

The municipality took the initiative to free the city from wire mesh



শহরের বিভিন্ন স্থানে যে সমস্ত কেবল টিভি ও ইন্টারনেট এর তার আনাচে কানাচে জট বেঁধে কিংবা শহরের প্রাণকেন্দ্র গুলো দিয়ে ক্রসিং করা হয়েছে তা কেটে দিলো জলপাইগুড়ি পৌরসভা।

শহরের থানা মোড় এলাকায় এই কাজ প্রাথমিক ভাবে শুরু করা হয়েছে। জলপাইগুড়ি পৌরসভা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শহরের উপর দিয়ে চলে যাওয়া ব্রডব্যান্ড ও কেবল কানেকশনের তার সরানোর প্রক্রিয়া বেশ কয়েকদিন আগে থেকে শুরু করেছিল।

বারম্বর বিভিন্ন বেসরকারি কোম্পানির কর্ণধারদের থানা মোড় এলাকায় তার সরানোর আবেদন করেছিলো পৌরসভা। কিন্তু নির্দিষ্ট তারিখ পার হওয়ার পরেও অনেক বেসরকারি সংস্থার কেবল ও ব্রডব্যান্ড সংস্থার লোকেরা তাদের তার সরানোর কাজ করেনি ।

ফলে নিজেদের উদ্যোগেই জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী ও পৌরসভার সদস্যদের উপস্থিতিতে সে সমস্ত তার কেটে দেওয়া হয়। আগামীতেও এই ধরনের অভিযান চলবে বলে তারা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code