কোচবিহার পুলিশ লাইন সংলগ্ন NBSTC ট্রান্সপোর্টে আগুন, ভস্মীভূত একটি বাস!

NBSTC


কোচবিহার পুলিশ লাইন সংলগ্ন NBSTC ট্রান্সপোর্টে আগুন, ভস্মীভূত একটি বাস! এই মুহূর্তের বড় খবর কোচবিহার শহরের পুলিশ লাইন সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে আগুন। আগুন লাগার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা যায় হঠাৎ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। 


শেষ পাওয়া খবর পর্যন্ত একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই অগ্নিকাণ্ডে। অগ্নিকাণ্ড কেন ঘটলো তার খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই কিছু হয়েছে বলে মনে করছে উপস্থিত অনেকেই। ঘটনায় কোনো কর্মীর ক্ষতি হয়নি বলেই খবর। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয়নি বলে খবর। 

NBSTC COOCHBEHAR



জানা যাচ্ছে, যে বাসটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কোচবিহার ডিপোর বাস। বেলডাঙা থেকে ফিরেছে ট্রান্সপোর্টে। সাধারণত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস গুলি এই কোচবিহারের এই ট্রান্সপোর্টে এনে মেরামত করা হয় আর এরপর সেগুলো স্ট্যান্ডে যায়। 


ঘটনার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি সাংবাদিকদের জানান, ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে। ইতিমধ্যে এখানে দমকল বাহিনী, বিদ্যুৎ দফতরের লোকজন এসে পৌঁছেছে। জোর কদমে আগুন নেভানোর কাজ চলছে‌। পাওয়ার কাট করে দেওয়া হয়েছে। সবটা ঠিক করার বন্দোবস্ত চলছে। পরে তদন্ত করা হবে কিভাবে এই ঘটনা হলো। 

Partha Pratim Roy



তিনি আরো জানান, আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার ডিপোর পাবলিক জবে হঠাৎই আগুন লেগে যায়। পাবলিক জবের আমাদের কর্মীদের বুদ্ধিমত্তায় ও দমকল এবং পুলিশের সার্বিক সহযোগিতায় আগুন অল্প সময়ে নিয়ন্ত্রণে আসে। একটি গাড়ি পুড়ে যায় ও পাবলিক জবের খানিকটা ক্ষতি হয়েছে। আমাদের সংস্থার ইঞ্জিনিয়ার আর আধিকারিক সহ আমরা সকলেই রয়েছি ঘটনাস্থলে। কিভাবে আগুন লেগেছে খতিয়ে দেখা হচ্ছে।