ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দোল, শীলতাহানির অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে 

East Burdwan


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দোল। জমি সংক্রান্ত বিবাদের জেরে উপপ্রধানের নামে মিথ্যে শীলতাহানির অভিযোগ। এর প্রতিবাদে পথে নামল স্থানীয় বাসিন্দারা।



মেমারি ২ ব্লকের বোহার ১ গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি জমি সংক্রান্ত বিবাদের জেরে বোহার এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত আলী শেখের বিরুদ্ধে মেমারি থানায় শীলতাহানির অভিযোগ দায়ের করেন সরবরি দাস নামে এক মহিলা। এর প্রতিবাদে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। 



তাদের দাবি তৃণমূলের অপর গোষ্ঠী চক্রান্ত করে উপপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগ করেছে। বোহার ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত আলী শেখ বলেন বোহার ১ গ্ৰামপঞ্চায়েতের বিটরা এলাকার এলাকায় প্রানকৃষ্ণ সরকারের জমি চাষ করতেন স্থানীয় বাসিন্দা মানিক দাস।এর পর ওই জমিটি মানিক দাস নিজের নামে রেকর্ড করে ন্যায় বলে অভিযোগ। এরপর প্রানকৃষ্ণ সরকারের ছেলে মিলন সরকার আইন মাফিক সেই জমি নিজের নামে করে তা বিক্রিও করেন।জমিটি কেনেন উপপ্রধানের দাদা আমির আলী সেখ। এরপর ফের দলবল নিয়ে জমির দখল নিতে আসে মানিক দাস।তারা উপপ্রধানের দাদা বৌদিদের মারধোর করে বলে অভিযোগ করেন তিনি।সেই সময় উপপ্রধান জিন্নাত আলী শেখ ঘটনা স্থলে ছিলেন না বলে জানান।



এই ঘটনার পর তৃণমূলের অপর গোষ্ঠীর মদতে সরবরি দাস জিন্নাত আলী শেখের নামে মেমারী থানায় মিথ্যা শ্লীলতাহানির অভিযোগে করেন বলে অভিযোগ করেন।তবে এর বিরুদ্ধে মহিলার নামে মানহানি মামলা করবেন বলে জানান উপ প্রধান।



জমির মালিক মিলন সরকার বলেন মানিক দাস জমি চাষের জন্য এত বছর ধরে মাকে কে টাকা দিয়ে আসতো। মা মরে যাওয়ার পর মানিক দাস মিলন সরকারকে জমি চাষের জন্য টাকা দিতেন বলে জানান ।এরপর বছরখানেক আগে মানিক দাস বেআইনিভাবে ওই জমি নিজের নামে করে নেন ।এই ঘটনায় বিষয় জানার পর মেমারি দুই বিএলআর ও অফিসে যোগাযোগ করে ফের জমি নিজের নামে করে নেন মিলন সরকার। এরপর ওই জমি আমির আলী শেখের কাছে বিক্রি করেন।



আমির আলী সেখ বলেন ওই জমি আমি বৈধ ভাবে কিনে নেই।আমার নামে রেকর্ডও হয়।গত দুদিন আগে আমার অনুপস্থিতে মানিক দাস দলবল নিয়ে জমিতে আসে।এবং তার স্ত্রী কে মারধর করে।পরে আমি এলে আমাকেও মানিক দাসে মারধর করে।এই বিষয়ে মেমারী থানায় জানানো হয়েছে।

তবে মানিক দাস ও সবরি দাসের যাথে যোগাযোগ করতে না পারায় তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।