এআর রহমানের পরে বিচ্ছেদ ঘোষনা তাঁর বেসিস মোহিনীর 





এ আর রহমানের আচমকা বিচ্ছেদ ঘোষণায় স্তম্ভিত হয় ভক্তরা। আর ঠিক তারপরেই বিচ্ছেদের কথা ঘোষনা করলেন এ আর রহমানের বেসিস্ট মোহিনী দে। টিম লিডারের জীবনের বড় সিদ্ধান্ত ঘোষণার পরই একই পথ বাছলেন রহমান-টিমের অন্যতম বেস গিটারিস্ট মোহিনী। বঙ্গ তনয়া মোহিনী দে। দেশে বিদেশে বেস গিটারে দাপট দেখিয়েছেন মোহিনী দে।

ইনস্টাগ্রামে সঙ্গীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেন মোহিনী। মোহিনী গিটার বাদক, স্বামী মার্ক সুরকার। একি ক্ষেত্রে কাজ তবে বিচ্ছেদ হলেও কাজ চালিয়ে যাবেন একসাথেই এমনটাই জানিয়েছেন মোহিনী।

দু’জনে যৌথ পোস্ট দিয়ে লেখেন, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আর মার্ক আলাদা হচ্ছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারকে জানাই এই সিদ্ধান্ত আমরা পারস্পরিক সহমতেই নিয়েছি। তবে বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব। কিন্তু আমাদের দু’জনের আকাঙ্ক্ষা ভিন্ন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতে রয়েছে, সেগুলি তো করব বটেই। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।’’