রেলের ব্যবস্থাপনায় এবার নতুন চমক- ঠোঁটে হাসি জলপাইগুড়িবাসীর
রেলের ব্যবস্থাপনায় এবার নতুন চমক। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে রেলের তরফে চালু হলো নতুন ব্যবস্থা। এবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যেতে পারবেন আরাম করে। শুয়ে শুয়ে 3 এসি তে ভ্রমণ করে পৌঁছে যেতে পারবেন কলকাতার উদ্দেশ্যে আপনার কাজে।
কলকাতা - হলদিবাড়ি ত্রি - সাপ্তাহিক এক্সপ্রেসে যুক্ত হলো 3A (AC SLEEPER COACH) কামড়া। রেলের এই উদ্যোগ যাত্রীদের অনেক সুবিধা দেবে।
আগে এই ট্রেনটিতে হলদিবাড়ি থেকে কলকাতা পর্যন্ত যাত্রীদের শুধু বসে যেতে হতো। এতে করে অসুবিধায় পড়তেন বহু যাত্রী যার মধ্যে অনেক বৃদ্ধ সহ শিশু এবং অসুস্থ যাত্রীও রয়েছেন। এই ট্রেনে নতুন করে তিনটি 3A কামড়া যুক্ত হওয়ায় অনেক তাই স্বস্তি পাবেন বলে মনে করছেন যাত্রীরা।
এই বিষয়ে যাত্রীদের একদিকে সুবিধা অন্যদিকে খুশির খবর কারণ রেল ব্যবস্থা নিয়ে একটু সমস্যায় পড়তে হয় মানুষদের। সঠিক সময়ে টিকিট পাওয়া যায় না। তবে এই 3 AC চালু হওয়ায় সকল যাত্রীদের সুবিধা হবে। রেলের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊