রাজনৈতিক চক্রান্ত কারনে জগদ্ধাত্রী পূজোয় মিলছে না প্রশাসনিক অনুমতি! দ্বারস্থ হাইকোর্টের 

Jagaddhatri Puja


রাজনৈতিক চক্রান্ত কারনে জগদ্ধাত্রী পূজোয় মিলছে না প্রশাসনিক অনুমতি। বুধবার এমননি অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দারস্ত হোলো পুরুলিয়ার একটি জগদ্ধাত্রী পুজো কমিটি। গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পুরুলিয়া সদর মহকুমা দপ্তরে স্মারকলিপি জমা দিল পুরুলিয়া হিন্দু সচেতনতা মঞ্চ।



গত ১১ বছর ধরে পুরুলিয়া শহরে ১৯নম্বর ওয়ার্ডে সরকার পাড়ায় জগদ্ধাত্রী পূজা আয়োজন করে আসছেন এলাকার দাপুটে নেতা তথা বিজেপি জেলা সহ সভাপতি গৌতম রায়।




প্রতিবছরের মত এই বছর জগদ্ধাত্রী পুজোর জন্য প্রশাসনিক অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে দারস্ত হন পুজো কমিটি। অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর বৈদ্যনাথ মন্ডলের নেতৃত্বে সরকারপাড়া দূর্গা পূজা কমিটি ওই পুজো বাধা দিতে প্রশাসনকে চাপ সৃষ্টি করছে। জগদ্ধাত্রী পুজো কমিটি সদস্যদের অভিযোগ, বাংলাদেশের কায়দায় তৃণমূল পুরুলিয়ায় হিন্দু দের পুজোয় বাধা সৃষ্টি করছে প্রশাসনক।




যে স্থানে এই জগধাত্রী পুজো আয়োজন হয়, সেই সরকার পাড়া দূর্গা পুজো মন্দির কর্তৃপক্ষ এর দাবি জগদ্ধাত্রী পুজো কমিটি তাঁদের কাছে কোনো অনুমোতি চাইনি। এই ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের কথা অস্বীকার করেছেন তাঁরা । এখন দেখার আগামী দিনে সরকারপাড়ায় জগদ্ধাত্রী পূজা অনুমতি পায় কিনা সেইটাই এখন দেখার।



অবশেষে কলকাতা হাইকোর্ট অনুমতি দিলে পুরুলিয়া সরকার পাড়া জগদ্ধাত্রী পুজোর। হাইকোর্টের রায়ে ওই দূর্গা মন্দিরেই হবে পুজো। পুরুলিয়ার পুলিশ সুপারকে নির্দেশ পাঠিয়েছেন বিচারপতি বললেন উদ্যোক্তারা।হাইকোর্টের রায়ের পর আজকে সন্ধ্যে নাগাদ পুরুলিয়া শহরের সরকারপাড়া জগদ্ধাত্রী পুজো মণ্ডপের সামনে পটকা ফাটিয়ে হৈ হুল্লোড় উদ্যোক্তাদের।