Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবাস যোজনা থেকে বঞ্চিত, ক্ষোভে পথ অবরোধ,অ্যাম্বুলেন্স থেকে বাস থমকে জাতীয় সড়কে

আবাস যোজনা থেকে বঞ্চিত, ক্ষোভে পথ অবরোধ,অ্যাম্বুলেন্স থেকে বাস থমকে জাতীয় সড়কে

আবাস যোজনা থেকে বঞ্চিত, ক্ষোভে পথ অবরোধ,অ্যাম্বুলেন্স থেকে বাস থমকে জাতীয় সড়কে



চা বাগান শ্রমিকেরা আবাস যোজনা থেকে বঞ্চিত কেন? জবার চেয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ।

মঙ্গলবার জলপাইগুড়ি কোতওয়ালি থানার অন্তর্গত করলা ভ্যালী চা বাগানের কয়েক'শ শ্রমিক দুপুরে আসাম মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলে বন্ধ হয়ে যায় স্বাভাবিক যানচলাচল।

চা বাগান মজদুর ইউনিয়নের পক্ষ থেকে শুরু করা পথ অবরোধের কারনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ উওর পূর্ব ভারতের সঙ্গে সড়ক পথে যোগাযোগ বন্ধ থাকে, দূরপাল্লার বাস এবং পণ্য পরিবহনকারী ট্রাকের লম্বা লাইন পরে যায় জাতীয় সড়কে।

আন্দোলন প্রসঙ্গে আন্দোলনরত শ্রমিক কাজল লায়েক পথে বসে জানান, আমাদের কেন আবাস যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে সেটাই আমরা জানতে চাই রাজ্যে সরকারের কাছে,সেই কারণেই এই পথ অবরোধ। ওপর এক আন্দোলনকারী ও একই ক্ষোভ প্রকাশ করে বলেন, প্লাস্টিক টাঙিয়ে আমরা দিন কাটাচ্ছি , অথচ আমাদেরই নাম নেই আবাস যোজনার ঘরের তালিকায়।

অপরদিকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন প্রসঙ্গে সি আই টি ইউ সংগঠনের নেতৃত শুভাশিস সরকার বলেন, আমরা এই দাবীতে আগেই বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে ছিলাম এবং বলে এসেছিলাম বৃহত্তর আন্দোলনের কথা,কারন করলা ভ্যালী চা বাগানের ২৫০ টি শ্রমিক আবাস বাসস্থানের যোগ্য নয়,টিনের চাল, প্লাস্টিক টাঙিয়ে দিন কাটে শ্রমিক পরিবার গুলোর, অথচ সেই চা বাগানেই মাত্র ৩৩ জনকে আবাসের ঘর দিয়েই দায় সারতে চাইছে রাজ্যে সরকার।

শ্রমিকেরা তারই প্রতিবাদ করতে আজকে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছে এবং দাবী না মিটলে আরও বড় আন্দোলন শুরু করবে শ্রমিকেরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code