ভাইফোঁটা নেওয়ার সোস্যাল মিডিয়া পোষ্ট দেখে দিদিকে ফিরে পেলো ভাই




শিলিগুড়ি : ভাইফোঁটা নেওয়ার কিছু ছবি ভিডিও সোস্যাল মিডিয়ায় পোষ্ট করেছিলেন এক পুলিস কর্মী। সেই পোস্ট দেখে দিদি কে ফিরে পেলো ভাই। ঘটনা রামগঞ্জ এলাকার।

উল্লেখ্য দুই বছর ধরে রামগঞ্জ এলাকার এক পেট্রোল পাম্পের সামনে থাকতো ভবঘুরে বাসন্তী বর্মন। ভাইফোঁটার দিন পুলিস কর্মী তথা সমাজকর্মী বাপন দাস বাসন্তী বর্মনের মতো কিছু ভবঘুরের কাছে ফোটা নেয়, এটাই সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে। সোস্যাল মিডিয়ায় এই পোষ্ট দেখেই ভাই সুকুমার বর্মন বাপন দাসের সঙ্গে যোগাযোগ করে। জানা যায় সুকুমারের বাড়ি বাগডোগরা তাইপু চা বাগান এলাকায়।

অবশেষে রামগঞ্জ আদাল গছ গ্রামের মানুষদের স্বাক্ষী রেখে বাসন্তী বর্মনকে বাড়ি ফেরালো বাপন দাস। দীর্ঘ ২ বছর পর দিদিকে ফিরে পেয়ে খুশি ভাই সুকুমার।